সত্যিকারের প্রোগ্রামার লিফটে ঢুকে কাঙ্ক্ষিত ফ্লোরের বাটন টিপে ভাবে, এক্ষুনি নতুন উইন্ডোতে তার ফ্লোর চলে আসবে।
—নাবিকের সঙ্গে নেটাসক্তের বৈসাদৃশ্য কোথায়?
—নাবিকের বান্ধবী থাকে প্রতি পোর্টে, নেটাসক্তের—প্রতি পোর্টালে।
রান্নাঘর থেকে চিৎকার করে স্ত্রী বলছে স্বামীকে:
—সেরিওজার হোমওয়ার্কে হেলপ করো। ইন্টারনেট থেকে ওর জন্য রচনা ডাউনলোড করে দাও।
টিভি দেখতে বসে নেটাসক্ত সব সময়ই অসন্তোষ প্রকাশ করে থাকে। তার সঙ্গে এ মুহূর্তে আরও কতজন একই প্রোগ্রাম দেখছে, জানতে না পেরে অস্বস্তি হতে থাকে তার।
কিছুতেই ভেবে পাই না, উইন্ডোজ বন্ধ করতে গেলে স্টার্ট বাটন টিপতে হয় কেন!
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ০৭, ২০১০
Leave a Reply