অনেক ছেলেই ইদানীং চুল বড় করে, লম্বা রেখে ফ্যাশন করার চেষ্টা করে। কিন্তু তাদের এই চুল দেখে আশপাশের অন্যদের কী প্রতিক্রিয়া, সেটা সম্পর্কে তারা হয়তো অবগত নয়। লম্বা চুলের ছেলে দেখে আশপাশের মানুষের কী প্রতিক্রিয়া, সেটাই বরং দেখা যাক। লিখেছেন রাকিব কিশোর
উকুন: আহা, নতুন একটা বাসা পাইলাম।
নাপিত: যাক একটা কাস্টমার পাইলাম।
মুরব্বি: পোলাডা নির্ঘাত বখাটে
তরুণী: নিশ্চয়ই কবি!
টাক মাথাওয়ালা একজন: আমারও একদিন এই রকমই ছিল।
তেল ব্যবসায়ী: চুলের মডেল হিসেবে খারাপ না।
চিরুনি ব্যবসায়ী: এই রকম যদি সবার চুল থাকত!
তরুণ: স্টাইলটা নির্ঘাত বলিউড থেকে মারিং করা।
বন্ধু: চাইলে এমন চুল আমিও রাখতে পারি।
বান্ধবী: খুবই কনফিউজিং। আরেকটু হলেই তো সর্বনাশ হয়ে যেত!!
ছেলের বাবা: ছেলেটা গোল্লায় গেল।
ছেলের মা: ঠিক আমার চুল পাইছে, মেয়ে হইলে ভালোই মানাইত।
বখাটে ছেলে (পেছন থেকে দেখে): মেয়েটা কী লম্বা, উফ কী স্লিম!
রাস্তার পাগল: ভাইজানের কী আরাম! মাথায় রোইদই লাগে না।
কাজের বুয়া: ঘরে এতো চুল উড়লে আমি আর রান্ধুম না।
চিত্রপরিচালক: মেয়ে চরিত্রে কাস্ট করলে কেউই টের পাবে না।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ০৭, ২০১০
Leave a Reply