আমাদের বাসার পাশে স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠান চলছে। গ্যালারিতে দাঁড়িয়ে দুই বন্ধু অনুষ্ঠান দেখছে।
ভিড়ের মধ্যে একজন একপাশে সরে গেল। তার জায়গায় এসে দাঁড়ালেন আমাদের একজন শিক্ষক। সে তার বন্ধু ভেবে স্যারের কাঁধে হাত দিয়ে বলছে, ‘দোস্ত, নীল জামা পরা
মেয়েটা জটিল না!’ সে দেখল, তার বন্ধু জবাব না দিয়ে সরে গেল। তখনই সেদিকে তাকিয়ে দেখে, স্যার। তারপর সেকি দৌড়!
কাজী মাহমুদ বিন আবদুল্যাহ
নাজির রোড, ফেনী।
Leave a Reply