স্যার কৃষিশিক্ষা পরীক্ষার খাতা দিতে দিতে বললেন, মিনারুল সব প্রশ্নের উত্তর ভালো লিখেছে। তবে সবচেয়ে ভালো লিখেছে টীকার উত্তর। স্যার মিনারুলের টীকার উত্তর পড়ে শোনালেন—
বিষটোপ
বিষটোপ এমন একটি যন্ত্র, যা দ্বারা ইঁদুরকে ইন্তেকাল ফরমানো হয়।
গোলাপ কলম
যে কলম তৈরি করা হয় গোলাপি কালি দিয়ে তাকে গোলাপ কলম বলে।
মাছের রোগ
মাছ যেহেতু পানিতে বাস করে, তাই মাছের পানিবাহিত রোগ হওয়া স্বাভাবিক। যেমন—জন্ডিস, কলেরা, ডায়রিয়া ইত্যাদি।
বাছুর খোজাকরণ
এলাকায় এলাকায় প্রচার ও মাইক দ্বারা বাছুর খোঁজাকে বাছুর খোজাকরণ বলে।
মানিক
জামতলা, কুষ্টিয়া।
Leave a Reply