আমার স্যারের গ্রামের বাড়ির এক লোক প্রথম ঢাকা শহরে এসেছেন। উঠেছেন আত্মীয়ের বাড়ির পাঁচ তলায়। একদিন তিনি নিচে তাকিয়ে রাস্তায় তাঁর পরিচিত একজনকে যেতে দেখে চিৎকার করে লোকটাকে ডাকতে লাগলেন। পরে দেখলেন, লোকটা তাঁর পরিচিত নয়। পাশের ফ্ল্যাটের এক লোক তাঁকে বললেন, ‘ভাই, এভাবে চিৎকার করছিলেন কেন?’ তিনি সব ঘটনা বললেন। এরপর লোকটা তাঁকে বললেন, ‘এখন থেকে জানালার বাইরে বাইনোকুলার দিয়ে দেখবেন। যদি আপনার পরিচিত হয়, তবেই ডাকবেন।’ লোকটা তাঁকে একটা বাইনোকুলার দিলেন। এরপর একদিন সত্যি সত্যি তাঁর পরিচিত এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এবার তিনি খুব আস্তে আস্তে লোকটাকে ডাকতে লাগলেন। বললেন, ‘ও রহিম, ও রহিম। তোর সঙ্গে কথা আছে। ও রহিম।’
রহিম তো শোনেন না। আসলে সেই লোক বাইনোকুলারে রহিমকে খুব কাছে দেখতে পেয়েছিলেন, তাই ডাকছিলেনও আস্তে আস্তে।
আসিফ
নীলফামারী বাজার, নীলফামারী।
Leave a Reply