ডেস্কে বসে অফিসের কাজ করছি, প্রিয় এক বন্ধু এসে পাশে বসে মুঠোফোনে কথা বলা শুরু করল। কথা বলতে বলতে টেবিলে রাখা কলমটা নিয়ে প্যাডের ওপর আবোলতাবোল লেখা শুরু করল। মুঠোফোনে কথা চলছেই।
দেখলাম, বেশিক্ষণ কথা চললে কলমের কালি শেষ বা প্যাডটাও নষ্ট করে ফেলবে। হাত থেকে কলমটা নিয়ে টেবিলে রাখা ছোট কাগজ কাটা চাকুটা ধরিয়ে দিলাম। মুঠোফোনে কথা চলছেই। চাকুটা হাতে পেয়েই টেবিলের ওপর দাগাদাগি শুরু করে দিল। মুঠোফোনে কথা চলছেই। দেখলাম বেশিক্ষণ কথা চললে টেবিলের বারোটা বেজে যাবে। হাত থেকে চাকুটা সরিয়ে নিলাম। মুঠোফোনে আলাপ চলছেই। চাকুটা সরিয়ে নিয়ে হাতে ডাস্টার-তোয়ালেটা ধরিয়ে দিলাম।
মুঠোফোনে আলাপ চলছেই। হাতে ডাস্টারটা পেয়ে টেবিলের ওপরের ময়লা পরিষ্কার করা শুরু হয়ে গেল। মুঠোফোনে আলাপ চলছেই। টেবিল পরিষ্কার চলছেই, মুঠোফোনে আলাপ চলছেই…।
মো. ফজলুল করিম
কোয়ালিটি, স্টেশন রোড, জামালপুর।
Leave a Reply