এসএসসি পরীক্ষার পর আমরা পাঁচ বান্ধবী খুব শখ করে পয়লা বৈশাখে একই রকম জামা বানালাম। খুব মজা করব, ঘুরব। তা ছাড়া আরও কত পরিকল্পনা! কথামতো সকালে সিথি আমার বাড়িতে এলে দুজন একই জামা পরে সেজেগুজে তিসাদের বাড়িতে রিকশায় যাচ্ছিলাম। ওখানে সবার এক হওয়ার কথা ছিল। রিকশা নিয়ে এক গলিতে ঢুকেই পড়লাম বিপত্তিতে। ছেলেরা রং দিতে লাগল। কোনোমতে প্রথমবার পার পেয়ে গেলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বার রং দিয়ে আমাদের ভূত বানিয়ে দিল। সবাই একসঙ্গে হলে দেখলাম, আমাদের দুজনের জামার রং এক, বাকি তিনজনের অন্য। আমাদের আর এক রঙের জামা পরে ঘুরে বেড়ানো হলো না।
তাসফিয়া সুলতানা
মাস্টারপাড়া, কোতোয়ালি, রংপুর।
Leave a Reply