আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। দু-একটা টিউশনি করতাম। একদিন সকালে ছাত্রের বাসায় পড়াতে গেলাম। গিয়ে গেটের সামনে দেখি একজন ভিক্ষুক বেল চাপছে আর ভিক্ষার জন্য ‘আর্তনাদ’ করছে। আমি ভিক্ষুকের পাশেই দাঁড়িয়ে রইলাম। তখন গেট খোলার আগেই ভেতর থেকে আওয়াজ এল, ‘কয়জন?’ সঙ্গে সঙ্গে ভিক্ষুক বলল, ‘দুজন, আম্মা।’
সঞ্জয়কুমার সিনহা
রূপনগর আবাসিক,
পল্লবী, মিরপুর, ঢাকা।
Leave a Reply