আমি তখন অনার্স চতুর্থ বর্ষে পড়ি। আমার বাসার কাছেই ক্লাস থ্রির একটি মেয়েকে পড়াতাম। তার নাম ছিল নিশাত। তো, ফেব্রুয়ারি মাসে যে ভ্যালেন্টাইন ডে আছে তা এ যুগের সবারই যে জানা, আমি তা সেদিনের জন্য ভুলে যাই। সেদিন ছিল ১০ ফেব্রুয়ারি। আমি তার আম্মুকে বললাম, ‘আন্টি, আমি ১৪ তারিখে আসব না, আমার একটু কাজ আছে।’ তখনই আমার স্টুডেন্ট নিশাত হেসে উঠে বলল, ‘বুঝছি স্যার, আপনি কেন আসবেন না।’ আমি জিজ্ঞেস করলাম, ‘কেন?’ ও বলল, ‘সেদিন যে ভালোবাসা দিবস, তাই।’ এ কথা শুনে আমি হেসে উঠলাম আর বললাম, ‘ও তাই। আমি তো ভুলেই গিয়েছি।’
রাসেল
টিকাটুলী, ঢাকা।
Leave a Reply