আমার স্যার কোরবানির গরু কিনে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন, সঙ্গে তাঁর চাচাও ছিলেন। তো চাচা তাঁকে জিজ্ঞেস করলেন, ‘বাবা, তুমি কি সাঁতরাইয়া নদীডা পার হইতে পারবা? যদি পার তাহলে এবার তুমারে ডাবল সেলামি দিমু।’ স্যার দুই গাল হেসে বললেন, ‘চাচায় যে কী বলেন না! আমি হচ্ছি বিশ্ব চ্যাম্পিয়ন। আমি নামলে তো নদীর পানিই থাকব না।’ কেন? ‘আরে নামলি তো খাতি খাতিই সব পানি শেষ কইরে ফেলব।’ উল্লেখ্য, স্যার সাঁতার জানেন না।
পূর্ববর্তী:
« বিশ্ব অর্থনৈতিক মন্দায় বাংলাদেশি উপহার
« বিশ্ব অর্থনৈতিক মন্দায় বাংলাদেশি উপহার
পরবর্তী:
বিশ্বকাপ হুজুগ – সৈয়দ মনজুরুল ইসলাম »
বিশ্বকাপ হুজুগ – সৈয়দ মনজুরুল ইসলাম »
Leave a Reply