কলেজ শেষে বন্ধুরা আড্ডা দিচ্ছিলাম। খেয়াল করলাম, একটা মেয়ে (সুন্দরী) কিছু একটা খোঁজ করছে। হঠাৎ সাজু উঠে বলল, ‘যাই, মেয়েটিকে সাহায্য করি।’ সাজু গেল এবং খুব দ্রুত ফিরে এল। ওকে নার্ভাস দেখাচ্ছিল। বললাম, ‘কিরে!’ ও বলল, ‘দোস্ত, “ক্যান আই হেল্প ইউ” বলতে গিয়ে “ক্যান ইউ হেল্প মি” বলে ফেলছি।’ ওর অবস্থা দেখে আমরা হাসতে হাসতে শেষ। সাজুকে আরও বেশি নার্ভাস দেখাচ্ছিল।
শাহরিয়ার ছালেহীন
লতিফপুর, জাফরাবাদ
পাহাড়তলী, চট্টগ্রাম।
Leave a Reply