তখন আমি ক্লাস টেনে পড়ি। ব্যবসায় উদ্যোগ ক্লাস নেওয়ার জন্য ম্যাডাম এলেন। ম্যাডাম আমাকে ডেকে নিয়ে কিছু কাজ দিলেন। এই মুহূর্তে ফোন আসায় ম্যাডাম বাইরে গেলেন কথা বলার জন্য। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতাগুলো সিরিয়াল করছিলাম। এমন সময় আমার ক্লাসমেট মিঠু তার বেঞ্চটা ঠিক করার জন্য উঠে ধাক্কা দিতে লাগল। আমি তার সামনে থাকায় আমাকে বলল, ‘সর না, ঠেলব।’ আমি কথাটা প্রথমে বুঝতে পারিনি। দ্বিতীয়বার আবার বলল, ‘সর না, ঠেলব।’ এতক্ষণে আমি বুঝতে পেরেছি, মিঠু কী বলতে চাইছে, কিন্তু ততক্ষণে সে তৃতীয়বার আবার বলল, ‘সর না, ঠেলব।’ পরপর তিনবার এই কথা শুনে ক্লাসের সবাই তাদের চাপা হাসিটা আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। প্রচণ্ড হাসিতে মেতে উঠল সবাই। কারণ, ‘স্বর্ণা’ নামে একটা মেয়ে আমাদের ক্লাসে ছিল। মিঠুর ‘সর না, ঠেলব’ কথাটার সঙ্গে ‘স্বর্ণা’ নামটা মিলে যাওয়ায়ই এত হাসি। বেচারি স্বর্ণা হাসবে নাকি কাঁদবে, শেষে লজ্জায় ব্যাগের ওপর মুখ রেখে দুই হাতে মুখ ঢেকে রইল।
সাইফ আল নোমান
ঠিকানাবিহীন।
Leave a Reply