রসায়ন ব্যবহারিক ক্লাস চলছে। আমাদের সবাইকে ক্লোরাইড আয়ন শনাক্ত করতে বলে দিয়েছেন স্যার। বইয়ে লেখা আছে, টেস্টটিউবে ঘন দইয়ের মতো সাদা তলানি পড়বে। ওই তলানি বানাতে সবাই যার যার মতো কাজ করছি। এমন সময় বন্ধু সঞ্জয় একটা টেস্টটিউব আমার চোখের সামনে ধরে বলল, ‘দেখ তো কেমন হয়েছে?’ আমি বললাম, ‘তলানি ঘন হয়নি। আবার নতুন করে তৈরি কর।’ সঞ্জয় চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে টেস্টটিউব দেখিয়ে বলল, ‘এবার দেখ তো কেমন হয়েছে?’ আমি দেখে বললাম, ‘এবার তলানি ঘন হয়েছে, ভালো।’ সঞ্জয় বেশ খানিকক্ষণ হাসল, তারপর বলল, ‘ভালো হয়েছে, তাই না? আমি তো এবার টেস্টটিউবে কিছুই নিইনি। শুধু একটু আইকা আঠা আর পানি নিয়ে এসেছি।’
পূর্ববর্তী:
« অবাক করা বিয়ের প্রেজেন্ট
« অবাক করা বিয়ের প্রেজেন্ট
পরবর্তী:
অবাক রূপচর্চা »
অবাক রূপচর্চা »
Leave a Reply