বৈশাখের (১৪১৭) প্রথম রাতে কয়েক বন্ধুর বড়শিতে মাছ ধরার প্রস্তাবটা অনেক কষ্টে ফিরিয়ে দিলাম। ‘আরে ব্যাটা, মাছ ধরতে রাত আর দিন কী, সাহস লাগে’—এই জাতীয় উপদেশ হজম করতে হলো আমাকে। সাত-আট সদস্যের ভালোই চলছিল মাছ ধরা। একটার পর একটা তেলাপিয়া মাছ ধরা আর উল্লাসধ্বনি দেওয়া ছিল তাদের কাজ। বেশিক্ষণ স্থায়ী হয়নি আনন্দটা। ‘ওরে বাপরে, ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও’ বলে সবাই একসঙ্গে দিল দৌড়। যে যেদিকে পারে, ছিপ ফেলে জান নিয়ে পালাতে সক্ষম হলো সবাই। হাত-পা ছড়িয়ে, চিৎকার করতে করতে পানির ভেতর থেকে উঠে এলাম আমি। অন্ধকার থাকায় কাছাকাছি তীর থেকে ডুবে সাঁতার কেটে যাই তাদের কাছে। এর পরেই ঘটে বিপত্তি।
মো. আখেরুজ্জামান
পুরকৌশল, চুয়েট, চট্টগ্রাম।
Leave a Reply