একবার ‘রস+আলো’তে একটা লেখা ছাপা হলো। এরপর কল্পনা করে ফেললাম যে আমি মিলিয়নিয়ার হয়ে যাচ্ছি। এরপর আমি দুটো প্রশ্ন ঠিকঠাক করে ‘রস+আলো’র সবজান্তা বিভাগে পাঠিয়ে দিলাম। পাবলিক পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকের মতো আমরাও বুকভরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। পরে অবশ্য সেটা ছাপানো হয়নি। এরপর আমি রেগেমেগে কিছু একটা লিখে ‘রস+আলো’তে পাঠিয়ে দিলাম। দেখি এবার কিন্তু সিওর ছাপাচ্ছে। প্রাইজবন্ড অবশ্যই পেয়ে যাচ্ছি।’ আমার লক্ষ্য ছিল মিলিয়নিয়ার হওয়া। কারণ, প্রাইজবন্ডটা জমা দিয়ে ১০ টাকায় ৩৩টি চিঠি কিনব। সব চিঠি পাঠালে অন্তত ১০টা তো প্রাইজবন্ড পাব? ১০টা প্রাইজবন্ডের ভাগ্য ভালো থাকলে প্রথম পুরস্কার! ছয় লাখ টাকা। আবার চিঠি। আবার প্রাইজবন্ড, আবার টাকা! বুঝেছেন, পাঠক, আমিই মিলিয়নিয়ার।
মুহম্মদ আহসান হাবিব
গোলাপবাগ, জামালপুর।
Leave a Reply