হিন্দি সিরিয়াল কাসেটি জিন্দেগিতে প্রায়ই রাতের আকাশে তারা খসার ব্যাপারটা দেখা যায়। টুটতা তারা দেখে অনুরাগ আর প্রেরণা চোখ বন্ধ করে অনেক কিছু উইশ করে। এই দেখে আমারও খুব ইচ্ছে হতো তারা খসার সময় জীবনের না-খাওয়া জিনিসগুলো উইশ করতে। আমি আর আমার বউ প্রকৃতি প্রায় রাতেই ছাদে উঠতাম। খসে পড়া তারা খুঁজতাম। সে একদিন রাতে ছাদে উঠে আকাশের দিকে তাকাতেই হঠাৎ দেখি, একটি তারা খসে যাচ্ছে। সঙ্গে সঙ্গেই প্রকৃতিকে দেখালাম, আর দুজনই চোখ বন্ধ করে উইশ করলাম। উইশ শেষে চোখ খুলে দেখি, তারাটা তখনো যাচ্ছে। প্রকৃতি বলল, তারা তো এখনো যাচ্ছে, চলো আমরা আরও কিছু চাই, একটু আগে তাড়াহুড়োয় যা যা চাইতে মনে নেই। প্রকৃতি আর আমি আবার চোখ বন্ধ করে উইশ করলাম। খানিকক্ষণ পর চোখ খুলে দেখি, তারাটা তখনো যাচ্ছে। আমরা একটু অবাক হলাম। সিরিয়ালে তো এত সময় পর্যন্ত তারা থাকে না! তারপর যা বলব, আজ তার ভাষা হারিয়েছি। ভালো করে তাকিয়ে দেখি, ওটা আসলে তারা নয়, রাতের প্লেন! দূরত্বের কারণে প্লেনের লাইটগুলোই তারার মতো জ্বলছিল।
মিতুল খান
দক্ষিণ সেওতা, মানিকগঞ্জ।
Leave a Reply