যেকোনো মানুষের মতো পথেও দেখি না
ভিড় ঠেলে যেতে যেতে সারা দিন ঘুরেফিরে
পথের মোড়ে যাদের দেখি সেখানে তুমি নেই;
যেসব মানুষ এসে সামনে দাঁড়ায়,
আর করে অর্থহীন ভুল কাব্যপাঠ
তুমি তো দেখি তাদের দলেও নেই!
বিকেলের নিরপেক্ষ রোদে কুসুমবাগানে
অবিকল তোমার মতো টিয়া পাখিদের সীমাহীন কলরব
আমি নিশ্চিতযেতোমার কণ্ঠ ওখানেওনেই;
এখন আর তোমাকে কোথাও খুঁজে পাওয়া যায় না…
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৭, ২০১০
Leave a Reply