আমার দূর-সম্পর্কের ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক বড় ভাইয়ের ঘটনা। তিনি আর তাঁর এক বন্ধু এক হলে থাকতেন। প্রায়ই হলে পুলিশ এসে বহিরাগতদের খোঁজ করত। একদিন রুমের দরজায় জোরে কড়া নাড়ছে পুলিশ। বড় ভাইয়ের বন্ধুটি আবার ভীতু টাইপের। দরজা খোলার পর প্রথমে ঢুকেই পুলিশ অফিসার তাঁর বন্ধুকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কী পড়েন, আইডি, প্লিজ!’ দুর্ভাগ্যবশত তাঁর কাছে কোনো আইডি ছিল না। তাই বললেন, ‘আইডি তো হারিয়ে ফেলেছি। আমি জিওলজি ফার্স্ট ইয়ারে।’ পুলিশ তো রেগেমেগে আগুন। ‘ফাইজলামি পাইছো, ঢাকা ভার্সিটিতে তুমি জুলজি পড়, যে কোর্সের নাম আমার দাদাও শুনে নাই।’ বন্ধুটি তো থতমত খেয়ে গেলেন। অবস্থা করুণ দেখে বড় ভাই পুলিশ অফিসারকে বলেন, ‘স্যার, ও ঢাকা ভার্সিটিতেই পড়ে। এটা নতুন সাবজেক্ট, তাই আপনি হয়তো বা নাম শোনেননি।’
পুলিশ তখন চোখ দেয় তাঁর ওপর, ‘আপনে কোথায় পড়েন, আইডি কই?’ বড় ভাই তখন মজা করে বলেন, ‘স্যার, বুয়েটে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ি তো, নামকরা ভার্সিটি, তাই আইডি নেই।’ বুয়েটের ছাত্র শুনে পুলিশ সরি বলতে বলতে চলে যায়।
মো. মাসুদুল ইসলাম
সেনপাড়া পর্বতা, মিরপুর, ঢাকা।
Leave a Reply