চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় আমি, তানজিন ও নিশি গিয়েছি ফুচকা খেতে। উদ্দেশ্য নিশির নতুন মোবাইল ফোনসেট প্রাপ্তিকে সেলিব্রেট করা। আমরা তখন মোবাইল ফোনের সঙ্গে খুব একটা পরিচিত নই। ফুচকার অর্ডার দিয়ে বসে আছি, এমন সময় নিশির মোবাইল ফোন বেজে উঠল। ফোন কলটি রিসিভ করে কথা বলতে লাগল নিশি,
‘হ্যালো! কে বলছেন, প্লিজ!’
অপর প্রান্ত: …
নিশি: হ্যালো! কিছু শুনছি না, একটু জোরে বলুন, প্লিজ!
অপর প্রান্ত: …
নিশি: হ্যালো! কিছু বলছেন না কেন?
ততক্ষণে আমাদের বান্ধবীদের মধ্যে তো বটেই, আশপাশের অনেকের মধ্যেই হাসির রোল পড়ে গেছে। নিশি তো অবাক! পাশের টেবিলের এক মেয়েকে বলতে শুনলাম, ‘আপু, মোবাইলের ফোনের অ্যান্টেনা কানে ঢুকিয়ে রাখলে কখনোই কিছু শুনতে পাবেন না।’ ভুল বুঝতে পেরে নিশি তাড়াতাড়ি অ্যান্টেনা কান থেকে বের করে ফেললেও আমরা এখনো ওকে মিস অ্যান্টেনা বলে ডাকি।
বি.দ্র.: ওই দিন কোনোমতে ফুচকা খেয়ে ফিরলেও নিশি এরপর আজ পর্যন্ত ওই দোকানে যায়নি।
মাসুমা
পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।
Leave a Reply