কিছুদিন আগে একটি অপরিচিত মোবাইল ফোন থেকে আমার মোবাইল ফোনে একটি এসএমএস এল। নম্বরটি যেহেতু অপরিচিত, তাই খুব আগ্রহ নিয়ে পড়তে লাগলাম। লেখাটি ছিল এমন—‘এই, চলো না, ঢাকার কোলাহল ছেড়ে নির্জন কোনো স্থানে যাই; যেখানে নেই যানজট, মানুষের কোলাহল, দূষিত বায়ু। আর ভালো লাগে না এই শহরে বন্দী হয়ে থাকতে। ইচ্ছে করে নির্জন কোনো স্থানে গিয়ে হাতে হাত রেখে মনের যত কথা আছে, সব প্রকাশ করে অন্য জগতে হারিয়ে যাই। এই চলো না, প্লিজ, চলো না। আমার আর এক মুহূর্তও ভালো লাগে না। তুমি কি আমার সঙ্গে যাবে না? বলো, যাবে না?’ এসএমএস পড়তে পড়তে আমার শরীর শিউরে উঠল। ভাবলাম, এত দিনে কারও না কারও রোমান্টিক নজরে পড়লাম বুঝি। তাই আরও আগ্রহ নিয়ে এসএমএসটি পড়তে লাগলাম, ‘তুমি কি আসলেই যাবে না আমার সঙ্গে? এত করে বলছি, তবুও যাবে না? ওই ব্যাটা, না গেলে বল; অন্য রিকশাওয়ালা ডাকি। এত ভাব দেহাস ক্যান? একটা ঠুসা মারুম তোরে।’ হায় হায়, শেষ পর্যায়ে এসএমএস পড়ে আমি মফিজ বনে গেলাম!
মো. রায়হান
চাটখিল, নোয়াখালী।
Leave a Reply