আমার পাশের বাসার আন্টির পিচ্চি। নাম পল্লবী। বাবার কাছে বায়না ধরেছে, পুতুলের জন্য শাড়ি কিনে দিতে হবে। আঙ্কেল বললেন, ‘তুমি তোমার চাচার সঙ্গে দোকানে যাও। পছন্দমতো কাপড় নিয়ে এসো। দাম চাইলে বলো, আমি দেব।’
বাসার সামনেই দোকান। পল্লবী ছোট এক টুকরা কাপড় নিয়ে দাম জানতে চাইল। দোকানি আদর করে বলল, ‘দাম অনেক, তবে টাকা নয়, একটা চুমো দিতে হবে।’ পল্লবী বলল, ‘ঠিক আছে, আব্বু এসে দিয়ে যাবে।’ পল্লবীর চাচা তো রেগে আগুন, আবার বেশ লজ্জাও পেলেন। দোকানিও লজ্জায় লাল হয়ে গেল।
ফাহরিন মিমি
সাহেব আলী রোড, ময়মনসিংহ ।
Leave a Reply