এক বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে কে যেন আমার নাম ধরে ডাকল। আমি পেছনে তাকাতেই আমার চোখ ছানাবড়া। আমি দেখলাম, এক ষোড়শী আমাকে ডাকছে। এমনিতেই খুব সুন্দরী, তার মধ্যে আমার নাম জানে। তাই আমি তো খুশিতে শেষ। আমি মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘আপনি আমাকে ডেকেছেন?’ এ কথা শুনে মেয়েটি যেন আকাশ থেকে পড়ল, বলল, ‘আমাকে আপনি বলছিস কেন?’ আমি হতভম্বের মতো বললাম, ‘তাহলে কী বলব?’ মেয়েটি হতাশ হয়ে বলল, ‘তুই কি আমাকে চিনতে পেরেছিস? অচেনা-অজানা এক মেয়ের কাছে ‘তুই’ শব্দটা শুনে চমকে গেলাম। আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে তুমি করে কথা বলিনি, আর এ মেয়ে কি না ‘তুই’ বলছে। আমি বোকার মতো বললাম, ‘না, আমি আপনাকে চিনতে পারলাম না।’ মেয়েটি দাঁত-মুখ খিঁচিয়ে বলল, ‘আরে গাধা, আমি তোদের কলেজের ঝরনা।’ আমি অবাক হয়ে বললাম, ‘তুই! তোর এ অবস্থা কেন?’ ঝরনা বলল, ‘আরে বিয়ের অনুষ্ঠানে কি এমনি এমনি আসব? তাই শখ করে একটু বিউটি পার্লারে গিয়েছিলাম। ওরাই এমন করে সাজিয়ে দিল।’
আহসান হাবীব তুহিন
মিরপুর, ঢাকা।
Leave a Reply