বাসে হঠাৎ একজন ক্যানভাসার আমার মনোযোগ আকর্ষণ করলেন, ‘নিয়া যান, ভাই, যত খুশি নিয়া যান, একদম খাঁটি স্বর্ণের চেইন, মাত্র বিশ টাকা, বিশ টাকা, বিশ টাকা। এই চেইন যখন আপনি গলায় দিবেন, তখন আপনেরে লাগবে পুরা পাংখা। এই চেইনের রং যায় না, দাগ পড়ে না, মরচে ধরে না।’ এরপর লোকটি চেইনের দাগ যে ওঠে না সেটা প্রমাণ করার জন্য বাসের জানালায় চেইনগুলো জোরে জোরে ঘষতে লাগলেন। আমি মনে মনে ভাবলাম, ব্যাটা যে ঘষা দিল, তাতে দাগ কেন, চেইনগুলোই ছিঁড়ে ২০-২৫ টুকরা হয়ে যাওয়ার কথা। কিন্তু আশ্চর্য ব্যাপার, চেইনগুলোর একটু দাগও উঠল না। এরপর লোকটি ছাড়লেন আসল তথ্যটি। ‘হিলারি কিলিনটন যখন বাংলাদেশে আসছিলেন, তখন এই চেইন দেইখা তাঁর খুব পছন্দ হয়া গেছিল। উনি তখন ড. ইউনূসের কাছে ২০ টন অর্ডার কইরা গেছিলেন। আমরা ২০ টন পাডাইছি, সামনে আরও পাডামু।’
জুয়েল দেব
আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Leave a Reply