বুলবুল ভাই। তিনি যা-ই করতেন, তা-ই ভুল হতো। তাই আমরা আড়ালে-আবডালে তাঁকে ভুলভুল আহমেদ বলে ডাকতাম। এক রাতে স্কুল হোস্টেলের মসজিদ থেকে বেরিয়ে স্যার দেখেন, তাঁর জুতোজোড়া নেই। মুহূর্তে হোস্টেলে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কারণ, স্যারকে দেখলেই আমাদের বুক কেঁপে উঠত। এরপর স্যার জুতো খুঁজে বের করার দায়িত্ব দিলেন বুলবুল ভাইকে। দায়িত্ব পেয়ে তাঁর হাঁটাচলা মুহূর্তে স্যারের মতো হয়ে গেল। জুতো খোঁজার নামে সবাইকে কিছুক্ষণ জ্বালাতন করে স্যারের কাছে গিয়ে ঠোঁট উল্টিয়ে বললেন, ‘পেলাম না, স্যার। আমার ধারণা, গ্রামের লোকদের কাজ এটা। বেটারা এমন চোরের চোর!’ স্যার এবার মুচকি হেসে বুলবুল ভাইয়ের পায়ের দিকে ইশারা করলেন।
হায়! হায়! বুলবুল ভাইয়ের পায়ে এ কার জুতো!
[পুনশ্চ: ভুলভুল ভাই যে ভুল করে স্যারের জুতো পরেছিলেন, সেটা স্যার মসজিদেই লক্ষ করেছিলেন]
মো. হুমায়ন কবির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
Leave a Reply