একবার দেখা গেল, আমার ফাঁকিবাজ মামাতো ভাই চতুর্থ শ্রেণীর বাংলা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বসে আছে। আমরা তো অবাক। কী করে এমন হতে পারে! পরে খাতা হাতে নিয়ে দেখলাম, সে পুরো উত্তরপত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্রটি হুবহু কয়েকবার লিখে দিয়েছে। যেমন, বাংলাদেশে কয় ঋতু? সে লিখেছে, বাংলাদেশে কয় ঋতু? আমরা তৎক্ষণাৎ কয়েকজন মিলে ওই বিষয়ের শিক্ষক এবং প্রধান শিক্ষককে উত্তরপত্রটি দেখিয়ে বললাম, ‘এ কী করেছেন, স্যার! সে তো প্রশ্নপত্রটি হুবহু লিখে দিয়েছে। আর তাকে সর্বোচ্চ নম্বর দিলেন?’ স্যার খাতা দেখে কিছুটা বিব্রত ও লজ্জিত হয়ে বললেন, ‘ইরে, অ্যাঁই এত কিছু খেয়াল করি ন। দেখছি হেতে হুরা খাতা লেখি ভরাই হালাইছে, অ্যাঁই এর লাই নম্বর বাড়াই দিছি।’
মামুনুর রশীদ
সোনাইমুড়ী চৌরাস্তা, নোয়াখালী।
Leave a Reply