আমার বয়স তখন পাঁচ কি ছয়। খালামণি বাসায় বেড়াতে এসেছেন। যাওয়ার সময় তিনি আমার হাতে ১০০ টাকার একটা নোট দিয়ে বললেন, ‘বড় আপুদের দুজনকে দুটি কোক (কোকাকোলা) কিনে দিয়ে বাকি টাকা তুমি নেবে।’ খালামণি যেতে না-যেতেই মেজো আপু দোকানের উদ্দেশে ছুটছেন। বড় আপু ওকে বলল, ‘আমার জন্য নরমাল আনিস।’ তখনই বাধল গোল। আমি চেঁচিয়ে বললাম, ‘না, কেন! নরমাল খাবি কেন? নরমালের দাম কত?’ আমি ভেবেছিলাম, নরমাল বোধহয় আরেকটা ব্র্যান্ডের নাম, যার দাম কোকাকোলার চেয়ে বেশি।
নাহিন
সিদ্ধিরগঞ্জ পৌরসভা, নারায়ণগঞ্জ।
Leave a Reply