আমার রুমমেটের বোন বাবার সঙ্গে ভর্তি পরীক্ষা দিতে এসেছে বিশ্ববিদ্যালয়ে। আংকেলকে বসানো হয়েছে গেস্টরুমে। আমার এক বন্ধু ক্যাম্পাস ছেড়ে কদিন পর চলে যাবে। তাই ওকে সেদিন খাওয়াব বলে গেস্টরুমে বসিয়ে রেখেছি। ফিরে গিয়ে দেখি, রুমমেটের বাবা চলে গেছেন। বন্ধুর মুখ অন্ধকার। আমায় বলল, ‘দেখ তো দোস্ত, আমারে দেইখ্যা কি মনে হয়, আমার একটা মাইয়া আছে। সে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আইছে?’ আমি কিছু বুঝতে না পেরে বোকার মতো ওর দিকে তাকালাম। এরপর ও যা বলল…।
আমার রুমমেটের বাবা ওর সঙ্গে কথা বলার সময় জিজ্ঞেস করেছেন, ‘বাড়ি কোথায়? আর আপনার মেয়েও কি পরীক্ষা দিতে আসছে?’
শিপ্রা ঘোষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
Leave a Reply