ছোটবেলায় মামাবাড়ি গেছি। একদিন দেখি মামার জামা আলনায় ঝোলানো।
তো যথারীতি টাকা পাওয়ার আশায় আমি পকেটে হাত ঢোকালাম, দেখি অনেকগুলো টাকায় ভর্তি পকেট। ভেবে পাই না কোনটা রেখে কোনটা নেব। তখন বুদ্ধি করে টাকাগুলো মেপে দেখলাম, যেটা বড়, সেটা নিলাম। তারপর দে ছুট দোকানে।
জুবাইউর রহমান
দক্ষিণ কাজলা, যাত্রাবাড়ী, ঢাকা।
Leave a Reply