মেহেদিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে বলেছিলাম। সে কল করল, ‘আমি তো স্মৃতিসৌধের সামনে, তুই কই?’ ওকে দেখতে না পেয়ে বললাম, ‘আমিও তো স্মৃতিসৌধের সামনে, তুই কই?’ এরপর পুরো স্মৃতিসৌধ একবার চক্কর দিয়েও ওকে খুঁজে পেলাম না। আবার কল করে ঝাড়ি দিতেই ঘটনা পরিষ্কার হয়ে গেল। আমি ওকে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে বলেছি, গাধাটা রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে বসে আছে! হায়রে পাবলিক।
আদ্রিতা
মিরপুর, ঢাকা।
Leave a Reply