জামাল সাহেব প্রায়ই তাঁর ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে যান। কত বললাম, ‘পাসওয়ার্ড মনে রাখতে পারেন না, তাহলে দেওয়ার দরকার কী?’ তবু তিনি পাসওয়ার্ড দেবেনই। তাই তাঁকে বললাম, একটা ছোট ডায়েরিতে পাসওয়ার্ডটা লিখে রাখতে। বুদ্ধিটা তাঁর বেশ পছন্দ হলো। পরদিন তিনি আবার পাসওয়ার্ড ভুলে গেলেন। তাঁকে ডায়েরির কথা মনে করিয়ে দিতেই করুণ মুখে বললেন, ‘যে ডায়েরিতে পাসওয়ার্ডটা লিখেছি, সেটা আনতে ভুলে গেছি।’
রুম্মান
বৈদ্যপাড়া, বরিশাল।
Leave a Reply