একবার মা এবং আমি দুজন বাইরে যাব বলে তৈরি হচ্ছি। এমন সময় বাবা বললেন যে তিনি ঘরে থাকবেন। ফকিরের অত্যাচারে ঘরে থাকাটাই মুশকিল। সে জন্য আমরা ঠিক করলাম, বাবাকে ঘরে তালা দিয়ে রেখে যাব, যাতে ফকিরেরা ঘরে কেউ নেই বলে চলে যায়। বাবা আমাদের প্রস্তাব বাস্তবায়ন করলেন। কিন্তু তালা দেখলে ফকিরেরা চলে গেলেও অধ্যবসায়ী চোর তাদের কর্মটি ঠিক সম্পাদন করল। সে তালাটি খুলে ভেতরে ঢুকে দেখে, বাবা টিভি দেখছেন। কিছুক্ষণের জন্য চোর ও বাবা দুজন দুজনের দিকে তাকিয়ে রইলেন। তারপর বাবা ওঠার আগেই চোরটি পালিয়ে গেল।
নাজিয়া সাফরিন
মিরপুর-১৪, ঢাকা।
Leave a Reply