আমার বান্ধবী অনামিকা। সে একদিন উপবৃত্তি না কিসের জানি একটা ফরম পূরণ করছিল। ফরমের একটা বিষয় ছিল ‘বৈবাহিক অবস্থা’। আমার বান্ধবীর তখন বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথাবার্তা হচ্ছিল। তাই অনামিকা বৈবাহিক অবস্থার স্থানে লিখল ‘কথাবার্তা চলছে’। ওর লেখা পড়ে হাসতে
হাসতে আমাদের চোখে পানি চলে এল।
মর্জিনা
উয়ারিয়া, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা।
Leave a Reply