একদিন আমার ছাত্রকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়াচ্ছি। পড়ানো শেষে আমি ওকে প্রশ্ন করলাম, আচ্ছা, বলো তো, ‘রূপা দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে’ এর ইংরেজি কী হবে? ও ঝটপট উত্তর দিল: রূপা হ্যাজ বিন রিডিং ফর টু আওয়ার্স। আমি বললাম, ভেরি গুড। পরের দিনের হোমওয়ার্ক দিয়ে উঠতে যাচ্ছি, এমন সময় আমার ছাত্রটি প্রশ্ন করে বসল, স্যার, এখানে যদি রূপা না থেকে মি. বিন থাকে তাহলেও কি হ্যাজের পরে আরেকটি বিন দিতে হবে? মি. বিন তো নিজেই একটি বিন?
তানভীর মাহমুদ
ইংরেজি বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।
Leave a Reply