আমি ছোট থাকতে খুবই দুষ্টু, আহ্লাদি ও জেদি ছিলাম; এখনো আছি। প্রয়োজনের তাগিদে পাপা বাড়িতে ফার্মেসি থেকে ওষুধ এনে রাখতেন। আর চুপিচুপি আমি এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম এবং যেটার স্বাদ মিষ্টি লাগত সেটা খেতাম। একদিন পাপা বাইরে থেকে ফিরে এসে দেখেন ওষুধ উধাও! কয়েক দিন এভাবে গেল। পরে পাপা বুঝতে পেরে খাটের নিচে লুকিয়ে রাখেন।
আমিও নাছোড়বান্দা! পিঁপড়ার মতো তন্নতন্ন করে খুঁজে বের করলাম। অজান্তে একটা ট্যাবলেট খেয়েও ফেললাম। পরে পাপা চিকিৎসকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মেয়ের ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না। চিকিৎসক বললেন, কোনো সমস্যা হবে না। দীর্ঘ ১৫ বছর পর পাপাকে জিজ্ঞেস করতেই বলেন, আসলে আমি যে ট্যাবলেট খেয়েছিলাম সেটা ছিল জন্মনিয়ন্ত্রণ পিল। আমি তো শুনে থ হয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেলাম আর বন্ধুরা এ কথা শুনে বলে, তোর তো ভবিষ্যতে খাওয়ার প্রয়োজন পড়বে না!
রুমা দেবী প্রিয়া
ঠিকানাবিহীন।
Leave a Reply