তখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার এক ক্লাসমেটের বাড়ি অন্য এলাকায় কিন্তু ওর নানুবাড়ি আমাদের বাসার পাশে। ও প্রায়ই নানুবাড়ি আসত। আমাদের সঙ্গে খেলত। একদিন সকালবেলায় ওর হাঁটুর একটু নিচে ব্যান্ডেজ দেখে কী হয়েছে জানতে চাইলাম। ও বলল, ওদের এলাকায় পাগলা কুকুরের উৎপাত বেড়েছে। একটা পাগলা কুকুর কামড় দিয়েছে। আফসোস করলাম। ঘণ্টাখানেক আমাদের সঙ্গে থেকে ও ওর বাড়ি চলে গেল। বিকেলে আবার এল। ওই পায়েই আগের ব্যান্ডেজের নিচে আরেকটা নতুন ব্যান্ডেজ দেখে অবাক হলাম। কারণ জানতে চাইলাম। লাজুক হেসে বলল, এখান থেকে ফেরার পথে ওই পাগলা কুকুরটাই আবার…
মৃত্তিকা
মিরপুর, ঢাকা।
Leave a Reply