আমি একদিন মিলন ভাইয়ের দোকানে বসে আছি, এমন সময় একজন লোক এসে মিলন ভাইকে বলল, ‘ভাই, আমার মোবাইল ফোনে কল আসছেও না, যাচ্ছেও না।’ মিলন ভাই সেটটি হাতে নিয়ে বিজ্ঞের মতো কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর সেটের ফাংশনে গিয়ে কিছু অপশন ‘অন’ করলেন। আমার মনে হয়, তখনই সেটটি ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু মিলন ভাই তারপর একটা অবাক কাজ করলেন! তিনি একটা তারের এক প্রান্ত সেটের ডিসপ্লের ওপর এবং আরেক প্রান্ত কম্পিউটারের ডিসপ্লের ওপর ধরলেন। তারপর মাউসে কয়েকটা ক্লিক করলেন। ঝাড়া পাঁচ মিনিট পর মিলন ভাই হাসিমুখে সেটটি ওই লোকের হাতে দিতে দিতে বললেন, ‘ভাই, আপনার মোবাইল ফোন এ যাত্রায় বেঁচে গেল। সেটের “কলিং আইসি” তো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। কলিং আইসি নষ্ট থাকলে কল যাবে-আসবে কী করে? আমি কম্পিউটার থেকে কলিং সফটওয়্যার দিয়ে দিয়েছি। সেট এখন ওকে। ভাই, একটা সফটওয়্যারের দাম পাঁচ থেকে ১০ হাজার টাকা। এই সফটওয়্যারের জন্যই আপনার সেট বেঁচে গেল। আপনি এক হাজার টাকা দেন।’
মো. মাহামুদ হাসান
শ্রীরামপুর, যশোর।
Leave a Reply