রবিনহুড ধনীদের সম্পদ লুট করত কেন?
: গরিবদের ঘরে লুট করার কিছু ছিল না বলে।
মুদ্রাস্ফীতি কী?
: যখন আপনার পকেট টাকায় স্ফীত, কিন্তু আপনি ধনী নন।
বিয়ের সঙ্গে লটারির তুলনা করা যায় কি?
: অবশ্যই না। লটারিতে তবু একটা চান্স থাকে।
তোতাপাখি এবং পত্রবাহক কবুতরের সংকর করলে কী হবে?
: এমন এক পাখি, যা চিঠি পৌঁছে দিতে গিয়ে বাড়ি খুঁজে না পেলে লোকজনকে জিজ্ঞেস করে নিতে পারবে।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৯, ২০১০
Leave a Reply