আপাতত এখানেই খুঁড়তে শুরু করো, আমি গিয়ে জেনে আসি, কোথায় খুঁড়তে হবে।
ডাস্টবিনগুলো স্পেশালি তোমাদের জন্য রাখা হয়েছে, অথচ তোমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছ।
তুমি কোথায় ছিলে, তা তো জানতে চাইনি! জানতে চেয়েছি, কোত্থেকে এলে!
তোমার মুখ নেই? দরজায় টোকা দিতে পারো না?
সৈনিক যত বেশি ঘুমোয়, তার পক্ষ থেকে ক্ষতির আশঙ্কা তত কম।
সংকলন ও অনুবাদ মাসুদ মাহমুদ
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৯, ২০১০
Leave a Reply