কোনো এক রহস্যময় কারণে মানুষ বৃষ্টি খুব পছন্দ করে। অনেককেই বেশ আয়োজন করে বৃষ্টিতে ভিজতে দেখা যায়। বৃষ্টির পানি এমন বিশেষ কিছু নয় যে গায়ে লাগলে মাত্র ছয় সপ্তাহে রং ফরসা হয়ে যাবে। পানির স্বাদও লেবুর শরবত নয়, সাধারণ পানির মতোই। ওয়াসার পানির সঙ্গে বৃষ্টির পানির বেশ মিলও আছে। কোনোটাই সময়মতো পাওয়া যায় না। আর পার্থক্য হলো, ওয়াসার পানিতে ময়লা পাওয়া যায়, বৃষ্টির পানিতে পাওয়া যায় না। এ জন্যই বোধহয় মানুষ বৃষ্টির পানি এত পছন্দ করে। পছন্দ তো করবেই; কারণ অনেকের জন্যই বৃষ্টি বেশ লাভজনক। বৃষ্টির মৌসুম এলেই দেশের ছাতা, রেইনকোট ব্যবসায়ীদের মুখে সুন্দর একটা হাসি দেখা যায়। বৃষ্টিতে ভিজে অনেকেরই জ্বর চলে আসে। আর তাই চিকিৎসকদের মুখে আসে মুচকি হাসি। দেশের কর্তৃপক্ষ কেন যেন বৃষ্টির মৌসুমেই রাস্তা কাটা শুরু করে। ফলে ঠিকাদারদের আনন্দের কোনো সীমা থাকে না। কিন্তু এই বৃষ্টিই অনেকের সর্বনাশের কারণ। বৃষ্টির সঙ্গে জ্যামের কেমন যেন একটা সম্পর্ক আছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে জ্যাম-ট্যাম লেগে বিশ্রী অবস্থার সৃষ্টি হয়। মানুষ পড়ে দুর্ভোগে। বৃষ্টি হলে রিকশাচালকেরা যাত্রীদের পাত্তাই দিতে চায় না। পায়ের ওপর পা তুলে বলে, ‘যামু না!’ আর যেতে রাজি হলেও ভাড়া বাড়িয়ে দেয়। আরও কত সমস্যা। এত কিছুর পরও মানুষ কেন বৃষ্টি পছন্দ করে, তা নিয়ে এখন পর্যন্ত উচ্চপর্যায়ের কোনো গবেষণাই হয়নি। দেশের গবেষক সমাজ করছেটা কী? দেশে মাছির সংখ্যা কমলেও বোঝা যেত, তারা বসে বসে মাছি মেরেছে। তাও তো কমেনি। এতেই বোঝা যায়, দেশে কোনো গবেষণাই হচ্ছে না। মানুষ কেন বৃষ্টি পছন্দ করে, কেন বৃষ্টির মৌসুমেই রাস্তা কাটা হয়, আবহাওয়ার পূর্বাভাস কেন সত্য হয় না—এগুলো নিয়ে ব্যাপক গবেষণার সুযোগ রয়েছে। অতএব, কর্তৃপক্ষের উচিত বৃষ্টি নিয়ে গবেষণা করে জনগণের সামনে এর প্রকৃত রহস্য উন্মোচন করা।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৯, ২০১০
Leave a Reply