সর্দারজি ও তাঁর এক বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
সর্দারজি: জানিস, আজ আমার পুরো ৩০ টাকাই লোকসান।
বন্ধু: কেন, কী হয়েছে?
সর্দারজি: আর বলিস না। সিনেমা দেখতে গিয়েছিলাম। টিকিটও কেটেছি। কিন্তু সিনেমা হলের সামনে পোস্টারে দেখি বড় করে লেখা ‘হাউসফুল’। তাই বাধ্য হয়েই ফিরে এলাম।
বন্ধু: আরে বোকা, ওই সিনেমার নামই তো ‘হাউসফুল’।
পূর্ববর্তী:
« হাউস কল
« হাউস কল
পরবর্তী:
হাওয়া, পাথর আর বাড়ি খোঁজার গল্প »
হাওয়া, পাথর আর বাড়ি খোঁজার গল্প »
Leave a Reply