সর্দারজি ও বান্তার মধ্যে ইভ টিজিং নিয়ে কথা হচ্ছে—
বান্তা: জানিস, ইভ টিজিং যে হারে বেড়ে গেছে, তাতে মেয়েদের বাইরে বের হওয়া দায় হয়ে গেছে।
সর্দারজি: হুম্ম, ঠিকই বলেছিস।
বান্তা: এটা রোধ করার উপায় কী বল তো?
সর্দারজি: আমি একটা উপায় বের করেছি। এখন আমার মেয়েকে নিয়ে আমি নিশ্চিন্ত।
বান্তা: কী সে উপায়?
সর্দারজি: আমি আমার মেয়ের নাম রেখেছি ‘দিদি’। তাকে সবাই দিদি বলেই ডাকে। দিদিকে তো কেউ আর ইভ টিজিং করবে না!
পূর্ববর্তী:
« দিদি কুতু…
« দিদি কুতু…
পরবর্তী:
দিন আর রাতের মধ্যে পার্থক্য »
দিন আর রাতের মধ্যে পার্থক্য »
Leave a Reply