সর্দারজি হেলিকপ্টার নিয়ে আকাশে উড়েছেন। চালক তিনি নিজেই। কিছুক্ষণ ওড়ার পর হেলিকপ্টারটি ধপাস করে নিচে পড়ে গেল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন সর্দারজি।
হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে সাংবাদিকেরা ছুটে এলেন।
সর্দারজিকে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা, কী ঘটেছিল বলুন তো?’
‘ঘটনা তেমন কিছু নয়। ওপরে খুব ঠান্ডা লাগছিল, তাই হেলিকপ্টারের ফ্যানের সুইচটি বন্ধ করে দিয়েছিলাম।’ সর্দারজির জবাব।
পূর্ববর্তী:
« ওদেরও সাধ্য নেই
« ওদেরও সাধ্য নেই
পরবর্তী:
ওপেনিং আওয়ার »
ওপেনিং আওয়ার »
Leave a Reply