সোভিয়েতস্কায়া নস্টালজিয়া
সততা, বুদ্ধি ও পার্টির প্রতি আনুগত্য—কোনো মানুষের ভেতরেই এই তিনটি গুণের দুটোর বেশি থাকতে পারে না। কারণ:
– যে সৎ ও বুদ্ধিমান, সে পার্টির প্রতি অনুগত নয়।
– যে সৎ ও পার্টির প্রতি অনুগত, সে বুদ্ধিমান নয়।
– যে বুদ্ধিমান এবং পার্টির প্রতি অনুগত, সে সৎ নয়।
এক কর্মচারী কাজে এল পাঁচ মিনিট আগে। তাকে গ্রেপ্তার করা হলো গুপ্তচরবৃত্তির অভিযোগে। দ্বিতীয়জন এল পাঁচ মিনিট দেরিতে। তাকে স্যাবোটাজের অভিযোগে গ্রেপ্তার করা হলো। তৃতীয়জন কাজে এল একেবারে সঠিক সময়ে। তাকেও আটক করা হলো সোভিয়েতবিরোধী প্রচারণার দায়ে। তার হাতে ছিল সুইস ঘড়ি।
– সোভিয়েত ইউনিয়নে কি বিরোধী দল আছে?
– বিরোধী দল থাকলেও তা ইতিমধ্যে থাকত না।
উর্দিবাণী
চুল ছাঁটাবে ঠিক আমার মতো করে: পেছন দিকে ন্যাড়া, আর সামনের দিকে ঠিক পেছন দিকের মতো।
মেনিনজাইটিসে ভুগলে লোকে হয় মারা যায়, নয়তো বুদ্ধিহীনভাবে বেঁচে থাকে। আমার ভাইটা মরে গেছে এই অসুখে; আমার সৌভাগ্য, আমি বেঁচে গেছি।
মার্চপাস্ট হতে হবে মার্চপাস্টের মতো। কারণ, মার্চপাস্ট হচ্ছে মার্চপাস্ট।
বুট সব সময় চকচকে রাখবে। মনে রেখো, বুটই তোমার পরিচয়পত্র।
এক্ষুনি গিয়ে চেক করে এসে আমাকে রিপোর্ট দেবে যে, সব ঠিক আছে।
সংকলন ও অনুবাদ মাসুদ মাহমুদ
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১২, ২০১০
Leave a Reply