এক প্রোগ্রামার বলছে আরেক প্রোগ্রামারকে, : আমরা সারাক্ষণ কম্পিউটার নিয়ে কথা বলি! যেন আলাপ করার মতো আর কোনো বিষয় নেই।
—ঠিক বলেছ। চলো, আমরা মেয়ে নিয়ে আলোচনা করি।
—হুঁ। জানো, বেশ কিছুদিন আগে এক মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল। গতকাল গিয়েছিলাম তার বাসায়। সে ছিল একা। ঘরে মৃদু আলো, টেবিলে ওয়াইনের বোতল, হালকা গান বাজছে কম্পিউটারে…
—কোন অপারেটিং সিস্টেম?
বাটন প্রেস করার কথা লেখা থাকে সব জায়গায়, কিন্তু ছেড়ে দেওয়ার কথা লেখা নেই কোথাও! আমি কি চেপে ধরেই থাকব?
পাসপোর্টের ফরম পূরণ করছে প্রোগ্রামার—
উচ্চতা: ১৮০ সেন্টিমিটার।
ওজন: ৮৩ কেজি।
চোখের রং: # 44AAFF
ব্যাচেলরের বাসা ঝকঝকে-তকতকে—এর অর্থ কম্পিউটার কাজ করছে না।
ফ্রিজের সঙ্গে ইন্টারনেট জুড়ে দিয়েছি। এর পর থেকেই ফ্রিজ থেকে খাবার-দাবার উধাও হয়ে যেতে শুরু করেছে। বুঝতে পারছি না, এটা হ্যাকারদের কাজ, নাকি ভাইরাস?
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১২, ২০১০
Leave a Reply