প্রতি রোববার বেলা ১১টার দিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে একই বিছানায় একজন করে রোগী মারা যাচ্ছে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ চিন্তায় পড়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ দল নিয়ে আসা হয়েছে। পরবর্তী রোববার বেলা ১১টার আগেই সব চিকিৎসক, নার্স ও বিদেশি বিশেষজ্ঞরা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের ওই বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। কী ঘটে তাই দেখার জন্য। একটু পরই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের পার্টটাইম ঝাড়ুদার এক সর্দার হুট করে ওই কক্ষে ঢুকে পড়লেন। তারপর ওই বিছানার রোগীর লাইফ সাপোর্ট সিস্টেমের প্লাগটি খুলে দিয়ে নিজের মুঠোফোনটি চার্জে লাগিয়ে দিলেন। ‘এটা কী করলে তুমি?’ বললেন উত্তেজিত চিকিৎসক।
‘কেন স্যার, আমি তো প্রতি রোববারই এই বেডেই মোবাইল চার্জ দিই। কেন স্যার, কোনো সমস্যা?’—সর্দারজির জবাব।
পূর্ববর্তী:
« বেটা কা বাপ
« বেটা কা বাপ
পরবর্তী:
বেত-বাতেন স্যার – আহসান হাবীব »
বেত-বাতেন স্যার – আহসান হাবীব »
Leave a Reply