সর্দারজি প্রতিদিন সকালবেলায় স্যুট, কোট ও টাই পরে বাসার কাছেই একটি গাছের মগডালে উঠে বসে থাকেন। প্রতিদিন তাঁর এই স্যুট, কোট পরে গাছে ওঠা দেখে এক বন্ধু তাঁকে জিজ্ঞেস করলেন, ‘কী রে, তুই প্রতিদিন সকালে এত সুন্দর কাপড়চোপড় পরে গাছের মগডালে উঠে বসে থাকিস কেন? তোর কি কোনো কাজ নেই?’
সর্দারজি বললেন, ‘তোর মাথায় বুদ্ধি থাকলে এ প্রশ্ন করতি না। আমার প্রমোশন হয়েছে। এখন আমি ব্রাঞ্চ ম্যানেজার হয়েছি। তাই তো গাছের ব্রাঞ্চে-ব্রাঞ্চে মানে ডালে-ডালে ঘুরে বেড়াই!’
পূর্ববর্তী:
« ব্রাইড মাদার
« ব্রাইড মাদার
পরবর্তী:
ব্রাহ্মণ বনাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর »
ব্রাহ্মণ বনাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর »
Leave a Reply