রাতে মশার কামড়ে অতিষ্ঠ সর্দারজি। কিছুতেই তিনি মশার হাত থেকে নিস্তার পাচ্ছেন না। সর্দারজি উপায় খুঁজতে লাগলেন, কী করে মশার হাত থেকে রক্ষা পাওয়া যায়। মশা তাড়ানোর জন্য রুমের ভেতর আঁতিপাঁতি করে কিছু একটা খুঁজতেও লাগলেন তিনি। হুট করে একটা বুদ্ধিও খেলে গেল তাঁর মাথায়। রুমের ভেতর থাকা মশা মারা বিষের বোতলটি ঢকঢক করে গলায় ঢেলে দিলেন সর্দারজি। তারপর নিশ্চিন্তমনে বললেন, ‘বেয়াকুফ মশা। দে, এবার আমার শরীরে কামড় বসিয়ে দে, আর ধামাধাম মারা পড় গিয়ে।’
পূর্ববর্তী:
« বেড়ালের নাম ইঁদুর
« বেড়ালের নাম ইঁদুর
পরবর্তী:
বেয়াদব – ন. পলতাই »
বেয়াদব – ন. পলতাই »
Leave a Reply