খেলোয়াড়, কোচ, ধারাভাষ্যকার—বিশ্বকাপ শুরু হওয়ার পর গত তিনটি সংখ্যায় আমরা এঁদের মজার ভাষ্য ছেপেছি। এর পরও কিছু বাকি রয়ে গেল। শেষ হইয়াও হইল না শেষ আরকি। তাই ফুটবলসংশ্লিষ্ট মজার আরও কিছু বাণী ওয়েবসাইটের অলিগলি খুঁজে ঝেড়েপুছে এবার পরিবেশন করা হচ্ছে। কষ্টকর এই কর্মটি করেছেন খোঁজাখুঁজি বিশেষজ্ঞ আলিয়া রিফাত
ফুটবলে জিনিয়াস বলে কিছু নেই। জিনিয়াস একজনই। তিনি নরম্যান আইনস্টাইন।—নরম্যান আইনস্টাইন, ইএসপিএন চ্যানেলের ঘোষক ও সাবেক ফুটবলার।
ছেলেরা, তোমরা তোমাদের নামের আদ্যক্ষর অনুসারে উচ্চতা অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়াও।—হিউস্টন অয়েলার্সের কোচ বিল প্যাটারসন।
যখন আমি ছোট ছিলাম, তখন থেকেই আমি বড়।—উইলিয়াম পেরি, সাবেক ফুটবলার, শিকাগো বিয়ার্স।
আমি মনে করি, আমিই সেরা। কিন্তু আমি কখনোই তা বলব না।—জেরি রাইস, ফুটবলার, সান ফ্রান্সিসকো।
পেশাদার ফুটবল হলো পারমাণবিক যুদ্ধের মতো, কেউ জেতে না, শুধু টিকে থাকে।—ডগ প্ল্যানক, সাবেক আমেরিকান ফুটবল কোচ।
রাগ ঝাড়ার একটি চমৎকার উপায় হলো ফুটবল, এতে জেলে যাওয়ারও কোনো ভয় নেই।—ডেভ ব্যারি, আমেরিকান লেখক।
আমরা দৌড়াতে পারি না, পাস দিতে পারি না, দৌড় থামাতে পারি না, পাস ঠেকাতে পারি না, বলে লাথি মারতেও পারি না। তা ছাড়া এই মুহূর্তে আমাদের আর সবই ঠিক আছে।—হেউড হেলি ব্রন।
তিনি সেই ফুটবলারদের একজন, যাদের মস্তিষ্ক থাকে হাতে।—মিক লায়ন্স, সাবেক ইংলিশ ফুটবলার।
হাফ টাইমে আমি ওদের যা বলেছি, তা রেডিওতে ছাপার অযোগ্য।—গেরি ফ্রান্সিস, সাবেক ইংলিশ ফুটবলার।
ফুটবল যদি না থাকত, তাহলে আমরা সবাই হতাশ ফুটবলার হতাম।—ব্রায়ান রবসন, ইংলিশ ফুটবল কোচ।
ম্যাচ জেতার জন্য প্রাণপণ চেষ্টা করছে টোটেনহ্যাম। জিততে পারলে তারাই হবে লন্ডনের কাপজয়ী সর্বপ্রথম দল। লন্ডনের পক্ষে সর্বশেষ কাপ জয় করেছিল ১৯৭৩ সালে সপার্স সাইড।—ডেরেক রে, ইএসপিএন চ্যানেলের ঘোষক।
আমি কখনোই রেফারিদের সম্পর্কে কোনো মন্তব্য করিনি। আজকে ওই গাধার কারণে আমার এই অভ্যাসের কোনো ব্যতিক্রম হবে না।—নরম্যান হোয়াইটসাইড, সাবেক আইরিশ ফুটবলার।
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলে আমরা আবার আগের মতো ফলাফল আশা করতে পারি।—ব্রায়ান মুর, ধারাভাষ্যকার।
দুই দলই দুটি করে গোল দিয়েছে। দুই দলই দুটি করে গোল খেয়েছে।—পিটার উইট, ধারাভাষ্যকার।
মার্সিসাইড ডার্বি দলের খেলোয়াড়েরা সাধারণত ৯০ মিনিট টিকে থাকেন। আশা করি আজও এর ব্যতিক্রম হবে না।—জন মটসন, ধারাভাষ্যকার।
যারা সাদা-কালো টিভিতে খেলা দেখছে, তাদের জন্য বলছি—হলুদ দলটি হলো স্পার্স।—জন মটসন, ধারাভাষ্যকার।
বেশির ভাগ ফুটবল দলই টেম্পারামেন্টাল। ৯০% টেম্পার, ১০% মেন্টাল।—ডগ প্ল্যানক, সাবেক আমেরিকান ফুটবল কোচ।
ফুটবল একেবারে সহজ খেলা, যদি আপনি পুরোপুরি উন্মাদ হন।—বো জ্যাকসন, সাবেক আমেরিকান ফুটবলার।
জয়লাভই যদি সবকিছু না হয় তাহলে স্কোরের হিসাব রাখার কী দরকার?—ডাফি ডগার্থি, আমেরিকান ফুটবলার ও কোচ।
আমি নির্বোধ হতে পারি, তাই বলে বোকা নই।—টেরি ব্রাড শ, সাবেক আমেরিকান ফুটবলার।
কলেজ-ফুটবলের সঙ্গে শিক্ষা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ঠিক যেমনটি ষাঁড়ের লড়াইয়ের সঙ্গে কৃষি।—এলবার্ট হাবার্ড, আমেরিকান লেখক।
একজন রাজনীতিবিদ হওয়া অনেকটাই ফুটবল কোচ হওয়ার মতো। উভয় ক্ষেত্রেই আপনাকে খেলাটা ভালোভাবে বোঝার মতো স্মার্ট এবং সেটাকে গুরুত্বপূর্ণ ভাবার মতো বোকা হতে হবে।—ইউজেন ম্যাকার্থি, আমেরিকান রাজনীতিবিদ।
নারীরা ফুটবল খেলেন না। এর কারণ, ১১ জন নারী একই রকম পোশাক পরতে কখনোই রাজি হবেন না।—ফিলিস ডাইলার, আমেরিকান অভিনেত্রী।
ফুটবল ম্যাচের সময় মাঠে প্রতিপক্ষ দলের উপস্থিতির কারণেই সবকিছু জটিল হয়ে পড়ে।—জা পল সার্ত্রে, ফরাসি দার্শনিক ও সাহিত্যিক।
ফুটবল আমেরিকানদের জীবনে সবচেয়ে বাজে দুটো জিনিসের সমন্বয় ঘটিয়েছে। এক. সহিংসতা আর দুই. এরপর গঠিত কমিটির মিটিং।—জর্জ উইল, আমেরিকান সাংবাদিক।
আমার ফুটবল ক্যারিয়ারে আমি অনেক কিছু মিস করতাম। যেমন, মিস কানাডা, মিস আমেরিকা, মিস ওয়ার্ল্ড। —জর্জ বেস্ট, সাবেক আইরিশ ফুটবলার।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৫, ২০১০
Leave a Reply