কদিন পরই শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। আহারে! পুরো একটা মাস পিচ্চি থেকে বুড়ো—সবার আলোচনার প্রধান বিষয় হিসেবে ছিল এই বিশ্বকাপ। সেই বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে; এটা ভেবে মানুষের মন খারাপ হতেই পারে। মনের মধ্যে তো আর ফরমালিন দেওয়া নেই যে দিনের পর দিন ভালো থাকবে। তবে সবার মন কিন্তু খারাপ হচ্ছে না। বিশ্বকাপ শেষ—এটা ভেবে অনেকেই ব্যাপক আনন্দিত। বিশেষ করে দেশের আপামর গৃহিণী, তরুণী এবং বুয়া সমপ্রদায়। দীর্ঘ এক মাস টিভি রিমোটের ওপর তাদের কোনো কর্তৃত্বই ছিল না। বাড়ির ক্রীড়াপ্রেমী সদস্যদের হুমকির মুখে ফুটবলের মতো বাজে একটা খেলা বসে বসে দেখতে হয়েছে। একগাদা লোক দৌড়াদৌড়ি করে বলটা জালে ঢোকাতে চায়। একবার কেউ জালে ঢোকালে আরেকজন আবার সেটাকে বের করে আনে। এটা কোনো খেলা হলো? অথচ টিভির হিন্দি সিরিয়াল না দেখে ফুটবলপ্রেমী সদস্যদের এই অন্যায়-অত্যাচার তারা মুখ বুজে সহ্য করেছেন। সিরিয়ালের নায়ক-নায়িকার পোশাক না দেখে ফুটবলারদের জার্সি দেখেছেন। আবেগঘন সংলাপের বদলে শুনেছেন ভুভুজেলার পোঁ পোঁ শব্দ। কিন্তু আর না। মাসের বেতনের মতো বিশ্বকাপও শেষ হয়ে আসছে। তাই এখনই টিভি রিমোটের ওপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে তাঁরা বদ্ধপরিকর। এসব জিনিস দ্রুত করতে হয়। সরকার বিভিন্ন শক্তিশালী বাহিনী থাকার পরেও বুড়িগঙ্গা দখলমুক্ত করতে পারছে না। আর তাদের তো কোনো বাহিনীই নেই। দখল করা জিনিস উদ্ধার করা যে কত কঠিন, তা তাদের অজানা নয়। হোক না সেটা সামান্য টিভির রিমোট, তাতে কী, কোনো কিছুই ছোট করে দেখা ঠিক নয়। প্রস্তুতি নিন যার যা আছে তাই নিয়ে।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৫, ২০১০
Leave a Reply