: বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবার। অর্থনীতিতে পড়তে চাই। শুনেছি বিষয়টা খুব কঠিন!
: মোটেই কঠিন না। আবার খুব কঠিন। মানে, অর্থনীতিতে যা পড়ানো হয়, তা সবই আমাদের চেনা-জানা বিষয়। তবে যেভাবে এবং যে ভাষায় পড়ানো হয়, তা আমাদের জন্য খুব কঠিন। আর তাই আমরা সহজে বুঝতে পারি না।
পূর্ববর্তী:
« অর্থনীতিবিদের হিমালয় জয়
« অর্থনীতিবিদের হিমালয় জয়
পরবর্তী:
অর্থমন্ত্রী »
অর্থমন্ত্রী »
Leave a Reply